Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
লক্ষীপুর জেলার মাননীয় জেলা প্রশাসক ২০/০১/২০১৩ইং রায়পুর ইউপি ও ইউপি তথ্য ও সেবা কেন্দ্র দর্শনে আসছেন।
Details

 

স্বারক নং- রায়পুর ইউপি ২-৫/২০১৩/০৭                                                তারিখঃ ০৮/০১/২০১৩ইং

                                                                নোটিশ

 

 

            এতদ্বারা অত্র ইউনিয়ন পরিষদ এর সকল সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা, সদস্য, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের সকল উদ্যোক্তা, দফাদার ও মহল্লাদারগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ২০/০১/২০১৩ইং রোজ রবিবার দুপুর ১২:০০ ঘটিকায় লক্ষ্মীপুর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব এ.কে.এম মিজানুর রহমান অত্র ইউনিয়ন পরিষদ দর্শন ও ১২:৩০ ঘটিকায় ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র দর্শন করিবেন। তাই উক্ত দিন সকাল ১০:০০ ঘটিকার মধ্যে অত্র কার্যালয়ে হাজির থাকার জন্য সকলকে বিশেষ ভাবে অনুরোধ করা হইল।

            দফাদার ও মহল্লাদারগণকে তাদের নির্ধারিত পোষাক পরিপূর্ণ ভাবে পরিধান করে সকাল ৯:০০ ঘটিকার মধ্যে অত্র কার্যালয়ে হাজির হয়ে নিজ নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালন করার জন্য নির্দেশ প্রদান করা হইল। দায়িত্বে কোন প্রকার অবহেলা করা হইলে দায়িদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হইবে

 

অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হইলঃ-

স্বারক নং- রায়পুর ইউপি ২-৫/২০১৩/০৭                                    তারিখঃ ০৮/০১/২০১৩ইং

 

০১। মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, লক্ষ্মীপুর।

০২। ইউপি সদস্য ও সদস্যা (সকল)।

০৩। গ্রাম পুলিশ (সকল)।

০৪। উদ্যোক্তা (সকল)।

০৫। নোটিশ বোর্ড

০৬। অফিস কপি।

০৭। জনাব .............................................

 

 
 Text Box: কম্পোজ ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, ১০ নং রাযপুর পরিষদ।
Attachments
Image
Publish Date
08/01/2013