শিরোনাম
১০নং রায়পুর ইউনিয়ন পরিষদে সর্বজনীন পেনশন স্কীমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু।
বিস্তারিত
লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার ১০ নং রায়পুর ইউনিয়ন পরিষদে আজ ২৯/০৪/২০২৪ ইং (সোমবার) ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী (সুমন) সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্হানীয় জনপ্রিয় ইউপি সদস্য জহির খান (ওয়ার্ড নং ০২), জামাল মিয়াজী (ওয়ার্ড নং ০৪), ইউনিয়ন পরিষদ সচিব জাহাঙ্গির আলম, কম্পিউটার অপারেটর শাকিল সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
“পেনশন স্কীমে রেজিস্ট্রেশন এর জন্য চলো যাই ইউনিয়ন পরিষদ তথ্য ও সেবা কেন্দ্রে” এই শ্লোগান এর মাধ্যমে জননন্দিত চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী (সুমন) সর্বপ্রথম নিজের নাম রেজিষ্ট্রেশন করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে দেশের এবং প্রবাসে থাকা সকল নাগরিকের জন্য এই পেনশন সুবিধা চালু করেছেন। তিনি আরো বলেন, আমি চাই আমার এলাকার দেশী এবং প্রবাসী একজন ব্যাক্তিও যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হয়। কারন, এটি তাদের প্রত্যেকের নাগরিক অধিকার।