গত ২৩-১১-২০১৬ তারিখ রোজ বুধবার রাত ১০:৩০ মিনিটে ৩নং রায়পুর ইউনিয়নের অর্ন্তগত ৩নং ওয়ার্ডে চুন্নাপাড়া গ্রামের কালা গাজীর বাড়ির খাল পাড়ে প্রতিদিন জুয়ার আসর বসে পূর্বে এর প্রধান আসর ছিল চুন্নাপাড়া আনিসের চায়ের দোকানে, কিন্তু স্থানীয় গ্রাম পুলিশ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গে হুশিয়ারির কারণে জুয়ার আসর বন্ধ করে দেয়। কিন্তু জুয়াড়িরা পুনরায় খাল পাড়ে অবস্থান নেন এই বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হলেও কোন সুরাহ হয়নি, পরে স্থানীয় চেয়ারম্যান জনাব জানে আলম সাহেবের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।
স্থানীয় ইউ,পি চেয়ারম্যান জনাব জানে আলমের নির্দেশ এ স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় গত রাতে জুয়া বিরোধী অভিযান পরিচালনা প্রথমে তারা চুন্নাপাড়া আনিসের চায়ের দোকান ঘেরাও করে তারা তাদের আগমন ঠের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যায় এবং জুয়ার আসর থেকে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী উদ্ধার করে এবং পরে আগুনে পুড়িয়ে দেয়া হয়।
দ্বিতীয় অভিযানে উত্তর পরুয়া পাড়া গ্রামের জৈদ্দার হাটের তাহের সওদাগরের চায়ের দোকানে অভিযান চালিয়ে একজন জুয়াড়িকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় পরে আনোয়ারা থানার ওসি জনাব দুলাল মাহমুদকে অবহিত করা হয়। পরে ওসি সাহেব রাত ১১:১৫ মিনিটে ঘটনাস্থলে পোর্স নিয়ে উপস্থিত হন এবং ঘটনাস্থল পরির্দশন করেন, দোকানরের মালিক মো: আবু তাহের সওদাগরকে না পেয়ে মুটোফোনে যোগাযোগ করে হুশিয়ারি দেন। উপস্থিত লোকজনের সম্মুখে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুচ লেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনায় ছিলেন, ভারপ্রাপ্ত দফাদার জনাব, জহুর লাল শীল, ১নং ওয়ার্ডরের গ্রাম পুলিশ মো: কাইয়ুম, ২নং ওয়ার্ডের আবদুল গফুর, ৪নং ওয়ার্ডের ছোটন দাশ, ৫নং ওয়ার্ডের মো: জামাল, ৬নং ওয়ার্ডের আবদুল মান্নান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস