Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সর্বশেষ নিবন্ধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ হল ০২/১/২০১৩ ইং।ভুল সংশোধন করা যাবে ১৭/১/২০১৩ পর্যন্ত।
বিস্তারিত

 

একটি বিশেষ ঘোষণা

 

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ০২ জানুয়ারী, ২০১৩ তারিখে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রণীত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হইয়াছে।

২।       প্রকাশিত খসড়া ভোটার তালিকা নিমেণাক্ত ০৩ (তিন) টি স্থানে প্রদর্শনের জন্য উন্মুক্ত আছে।

ক) জেলা নির্বাচন অফিস, লক্ষ্মীপুর।

খ) উপজেলা নির্বাচন অফিস, রায়পুর।

গ) পৌরসভা অফিস/ ইউনিয়ন পরিষদ।

০৩।     ভোটার হওয়ার যোগ্য কোন ব্যক্তি হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা হইতে বাদ পড়িয়া থাকিলে তাহাকে উপযুক্ত কাগজপত্রাদি যেমনঃ পিতা মাতা ও স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি, সংশিস্নষ্ট ইউনিয়ন/পৌরসভার নাগরিকত্ব সনদপত্র, জন্ম নিবন্ধন কার্ড নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে।

 

অথবা খসড়া ভোটার তালিকাভুক্ত কোন ভোটারের বিরম্নদ্ধে আপত্তি অথবা খসড়া ভোটার তালিকায় কোন অমত্মর্ভুক্তির সংশোধনীর প্রয়োজন হইলে সংশিস্নষ্ট ব্যক্তিবর্গকে দাবী, আপত্তি ও সংশোধনী আনয়নের জন্য উপজেলা নির্বাচন অফিস, রায়পুর, লক্ষ্মীপুর যোগাযোগ করিবার জন্য অনুরোধ করা যাইতেছে।

০৪।     হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার বিষয়ে কেহ কোন দাবী, আপত্তি অথবা সংশোধনী আনিতে চাহিলে তাহাকে আগামী ১৭ জানুয়ারী ২০১৩ তারিখের মধ্যে আবশ্যিকভাবে সংশোধনকারী কর্তৃপর নিকট নির্ধারিত ফরমে দরখাসত্ম দাখিল করিতে হইবে।

 

 

 

অনুরোধক্রমে

উপজেলা নির্বাচন অফিসার

রায়পুর, লক্ষ্মীপুর।

 

 

 

ডাউনলোড
প্রকাশের তারিখ
08/01/2013